জন্মদিন যেভাবে কাটান জেমস

ঝাকড়া চুল, হাতে গিটার আর ভরাট কণ্ঠ—বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে এ এক নামই যথেষ্ট, ফারুক মাহফুজ আনাম জেমস। ভক্তদের কাছে তিনি শুধু গায়ক নন, এক কিংবদন্তি, এক রকস্টার, যাকে সবাই ভালোবেসে ডাকেন ‘গুরু’। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সেই গুরুর জন্মদিন। ১৯৬৪ সালে নওগাঁয় জন্ম নেওয়া জেমস এবার পা রাখলেন জীবনের ৬২তম বছরে। ভক্তদের কৌতূহল—কীভাবে কাটান তিনি এই বিশেষ দিন? 

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, জন্মদিনে জেমস কখনো কোনো আনুষ্ঠানিক আয়োজন করেন না। বরং দিনটি কাটান একান্তে পরিবারের সঙ্গেই। 

তার ভাষায়—“উনি (জেমস) জন্মদিনে পরিবারের সদস্যদের সময় দেন। আত্মীয়-স্বজন, কাছের মানুষদের সঙ্গে ফ্যামিলি টাইম কাটান। নানাজন নানাভাবে শুভেচ্ছা জানান, সেগুলোও তিনি উপভোগ করেন।” 

ভক্তদের উন্মাদনা অবশ্য থেমে থাকে না। বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে হাজারো শুভেচ্ছা, ভক্তদের স্মৃতিচারণ আর আবেগঘন ভালোবাসা। শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানাতে ভোলেন না এই কিংবদন্তিকে। 

জেমসের সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘সবই ভুল’। গানের কথা লিখেছেন তিনি নিজে, সহযোগিতা করেছেন বিশু শিকদার। সুর ও সংগীত পরিচালনাও করেছেন জেমসই। 

বাংলাদেশি সংগীতের ইতিহাসে রক ধাঁচের গানকে যে শিল্পী নতুন মাত্রা দিয়েছেন, তিনি জেমস। জন্মদিনে তাই ভক্তদের একটাই প্রত্যাশা—‘গুরু’ যেন সুস্থ থাকেন, দীর্ঘদিন গেয়ে যান, আর সুরে-সংগীতে মাতিয়ে রাখেন পুরো জাতিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top